নারী ডান্সারদের দিয়ে জোর করে দেহব্যবসা, জনপ্রতি ৪০ হাজার!

কিছুদিন আগে সারাবিশ্বে যৌন হয়রানির বিরুদ্ধে ‘#মি টু’ আন্দোলন চলেছে। ফলে যৌন হেনস্থার অনেক গোপন খবর বেরিয়ে আসছে। এর মধ্যেই নারী ডান্সারদের জোর করে দেহব্যবসায় নামানো ও পাচারের অভিযোগ উঠল বলিউড ইন্ডাস্ট্রির এক কোরিওগ্রাফারের বিরুদ্ধে।

ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, জোর করে এক নারী ডান্সারকে দেহ ব্যবসায় নামানোয় কানাডা সরকার সেখান থেকে ফেরত পাঠায়। ওই নারী জানায়, জোর করে তাকে কানাডায় দেহ ব্যবসায় নামানো হয়েছিল। সেদেশের পুলিশ তাকে উদ্ধার করে ভারতে পাঠিয়ে দেয়। এর পরই প্রকাশ্যে আসে এ ঘটনা।

পরে মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ওই নারীকে জিজ্ঞাসাবাদ করে। সেখানেই উঠে আসে বলিউডের কোরিওগ্রাফার অ্যাগনেস হ্যামিলটনের নাম। অভিযোগ, নারী ডান্সারদের বিভিন্ন অ্যাসাইনমেন্টে পাঠাতেন অ্যাগনেস। সেখানেই জোর করে দেহব্যবসায় নামানো হতো ওই নারীদের। কেনিয়া, বাহরিন ও দুবাইতেও অনেক নারীকে এভাবে পাঠিয়েছে অ্যাগনেস। বাইরে মুখ খুললে মহিলাদের ফাঁসিয়ে দেওয়া হবে বলেও ভয় দেখাতেন তিনি। নারী প্রতি ৪০ হাজার টাকা নিতেন অ্যাগনেস।