রাজধানীর গ্রিন রোডে বহুতল ভবনে বিস্ফোরণ, দগ্ধ ৪
রাজধানীর গ্রিন রোডে একটি বহুতল ভবনের নিচতলায় বিস্ফোরণের পর আগুন ধরে যায়। এতে চার শ্রমিক দগ্ধ হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আজ রবিবার সকাল ৯ টা ৪০ মিনিটের দিকে কমফোর্ট ডক্টরস চেম্বার নামে ওই ভবনের আরটেক্স শো-রুমে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
জানা গেছে, আজ রবিবার সকালে ওই বহুতল ভবনের নিচতলায় অবস্থিত আরটেক্স শো-রুমের ডেকোরেশনের কাজ করার জন্য চারজন শ্রমিক ভিতরে প্রবেশ করেন। এরপরে এক শ্রমিক বৈদুতিক সুইচ দেয়ার সাথে সাথে বিকট শব্দ হয়ে আগুন লেগে যায়। মুহুর্তের মধ্যে চার শ্রমিক দগ্ধ হয়। শব্দ শুনে আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটিতে ভর্তি করান।
আহত ব্যক্তিদের ধারণা, রুমের ভেতরে থাকা এসি বিস্ফোরণে অগ্নিকাণ্ড ঘটতে পারে। তবে এসি বিস্ফোরণে নাকি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এমনটি হয়েছে তা এখনও স্পষ্ট নয়।
ঢামেকের বার্ণ ইউনিটের আবাসিক চিকিৎসক ডাঃ পার্থ শংকর পাল জানান, দগ্ধ চারজনেরই অবস্থা আশঙ্কাজনক। এদের মধ্যে রাসেলের শরীরের ৬২ শতাংশ, ফয়েজের ৪০ শতাংশ, রকিবের ৩৭ শতাংশ ও সুজনের ১৮ শতাংশ দগ্ধ হয়েছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দগ্ধ চারজনেরই শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। এখন তাদের চিকিৎসা চলছে।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন আরাফাত বলেন, গ্রিন রোডে একটি ঘটনা ঘটেছে বলে শুনেছি। কী ঘটেছে তা জানার জন্য টিমও পাঠিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় চারজন দগ্ধ আছে বলে জানতে পেরেছি।