শ্রীলংকা ও দক্ষিণ আফ্রিকার ম্যাচে হঠাৎ মৌমাছির হামলা!

শ্রীলংকা ও দক্ষিণ আফ্রিকার ম্যাচে ঘটে গেল এক অন্যরকম ঘটনা। চেস্টার লি স্ট্রিটের স্টেডিয়ামে মৌমাছি হানায় খেলা কিছু সময়ের জন্য বন্ধ ছিলো।

খেলায় তখন শ্রীলংকা ব্যাটিং করছিলো।  ৪৭.৫ ওভার চলছিল। ব্যাট করছিলেন উদানা ও লাকমল। হঠাৎ দেখা যায়, খেলা বাদ দিয়ে সবাই মাটিতে শুয়ে পড়েন। দুই দলের ক্রিকেটারদের পাশাপাশি আম্পায়াররাও বাধ্য হন মাঠে শুয়ে পড়তে।

এমন দৃশ্য দেখে টিভির পর্দার দর্শকরা অবাকই হয়েছিলেন। হঠাৎ কি এমন হলো যে সবাই মাঠের মধ্যে শুয়ে পড়ছে? পরে দেখা গেল মাঠে মাঠে মৌমাছির দল হানা দিয়েছে।

মৌমাছির সংখ্যা এত বেশি ছিল যে তা রীতিমতো ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। মৌমাছির কামড়ে কোনো খেলোয়াড় আহত হলে তাকি নিশ্চিতভাবেই মাঠের বাইরে চলে যেতে হবে।

এমন সময় পরিস্থিতি সামলাতে আয়োজকেরা এগিয়ে আসেন। গ্রাউন্ড স্টাফরা মৌমাছি সরাতে ওষুধের ব্যবহার করার পরেই মাঠ ছেড়ে পালায় মৌমাছির দল।