ভারতে পালানোর সময় বিউটি হত্যা মামলার আসামি আটক

ভারতে পালিয়ে যাওয়ার সময় নারায়ণগঞ্জের রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের সংরক্ষিত ইউপি সদস্য বিউটি আক্তার পুট্টি (৪২) হত্যা মামলার আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব।

জানাযায়, গ্রেফতারকৃত আসামির নাম তার নাম জামাল হোসেন (৩৩)। শুক্রবার (২৮ জুন) ভারতে পালিয়ে যাওয়ার সময় মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-৪ এর এএসপি উনু মং জানান, বুধবার (২৬) ভোরে হাঁটার সময় বিউটিকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় রূপগঞ্জ থানার একটি মামলা হয়। মামলার এজাহারভুক্ত আসামি করা হয় জামালকে। তার বাড়ি রূপগঞ্জে।

তিনি আরও জানান, জামাল মানিকগঞ্জ জেলার শিবালয় থানাধীন পাটুরিয়া ঘাট দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার উদ্দেশে নারায়ণগঞ্জ থেকে মামুন এন্টারপ্রাইজ নামক একটি বাসে যোগে রওনা হয়। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে র‍্যাব-৪ এর স্কোয়াড কমান্ডার এএসপি উনু মংয়ের নেতৃত্বে অভিযান চালিয়ে বাসটি ফেরিতে ওঠার আগে জামালকে গ্রেফতার করা হয়।