পঞ্চগড়ে ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক

পঞ্চগড় জেলা গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী নিয়মিত অভিযানে ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

আটক ২ মাদক ব্যবসায়ী হলেন সদর থানার চাকলা হাট ইউনিয়নের ভাটিয়া পাড়া গ্রামের মোহাম্মদ করিমের পুত্র আনোয়ার হোসেন (২৫) আনোয়ার হোসেন। অপর জন হলেন একই ইউনিয়নের মেহেরপাড়া গ্রামের বুজুর আলীর পুত্র সুমন (২৩)। এ সময় তাদের নিকট থেকে ৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এই সময় রাজা, রাব্বি ও অজ্ঞাত অপর ১ মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা যায়,  ২৭ তারিখ (বৃহস্পতিবার) গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক (এস আই) রাজার নেতৃত্বে গোয়েন্দা পুলিশের  একটি দল চাকলার হাট ইউনিয়নে আকস্মিক অভিযানকালে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এস আই) রাজা দুই মাদক ব্যবসায়ীকে আটকের বিষয়টি নিশ্চিত করেন। একই সাথে আটক ২ ও পলাতক ৩ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয় বলে জানান তিনি।

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি