দেশের বিভিন্ন হত্যার খুনিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন
দিনাজপুরের সম্প্রতি রিফাত হত্যাসহ দেশের বিভিন্ন হত্যার খুনিদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয় ।
আজ সকালে দিনাজপুর প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যপি এই মানববন্ধনের আয়োজন করে সামাজিক অনাচার প্রতিরোধ কমিটি। এসময় বক্তারা বলেন নরসিংদীর ফুলন রানী, বরগুনার রিফাত শরীফ ও ঠাকুরগাও এর সেবীকা তানজিনাসহ সারা দেশের সকল নির্মম হত্যাকান্ডের খুনিদের অবিলম্বে গ্রেপ্তার এবং দ্রুত বিচারের আওতায় আনতে হবে ।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সামাজিক অনাচার প্রতিরোধ কমিটির দিনাজপুর জেলা আহ্বায়ক সফিকুল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সুলতান কামাল উদ্দিন বাচ্চুসহ বিভিন্ন সমাজসেবী সংগঠনের সদস্যবৃন্দ।
ফখরুল হাসান পলাশ, দিনাজপুর প্রতিনিধি