অবৈধ স্থাপনা নির্মাণ, বাধা দেওয়া ইন্সপেক্টরকে পেটালেন কাউন্সিলর
অবৈধ স্থাপনা নির্মাণের খবর পেয়ে পরিদর্শনে গিয়ে বরিশাল সিটি কর্পোরশনের দুই রোড ইন্সপেক্টর হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সন্ধ্যার দিকে নগরীর গড়িয়ারপার এলাকায় ৩০নং ওয়ার্ড কাউন্সিলর কালাম মোল্লা তাদের ওপর এ হামলা চালায় বলে অভিযোগ করেছেন তারা।
রাতে বরিশাল সিটি কর্পোরেশনের রোড ইন্সপেক্টর রেজাউল কবির বলেন, অবৈধ স্থাপনা নির্মাণ হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সন্ধ্যার আগে আমি এবং রোড ইন্সপেক্টর রানা নগরীর গড়িয়ার পার এলাকায় যাই। মহাসড়কের পাশে এমন অবৈধ স্থাপনা নির্মাণ কাজ আমরা বন্ধ করতে বলি। এর মধ্যে ৩০নং ওয়ার্ড কাউন্সিলর কালাম মোল্লা আমাদের কাছে এসে কাজ বন্ধ না করার জন্য বলে। একপর্যায়ে তিনি আমাদের ওপর হামলা চালায়। বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের বলেছি।
এই বিষয়ে জানতে কাউন্সিলর কালাম মোল্লার মোবাইলে একাধিকবার ফোন দেয়া হলেও তিনি তা রিসিভ করেননি।
বরিশাল সিটি কর্পোরেশনের সচিব ইসরাইল হোসেন বলেন, এই ধরনের কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিষয়টি সম্পর্কে পদক্ষেপ নেয়া সম্ভব হবে।