হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থার ৪০ শতাংশ উন্নতি
সাবেক রাষ্ট্রপতি এবং বর্তমান বিরোধীদলীয় নেতা জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থার ৪০ শতাংশ উন্নতি হয়েছে। শুক্রবার (২৮ জুন) দুপুরে সাবেক রাষ্ট্রপতি এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এ তথ্য জানিয়েছেন।
এছাড়াও জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি বিষয়টির সত্যতা নিশ্চিত করে সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচের চিকিৎসকদের বরাত দিয়ে জানিয়েছেন, হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থার ৪০ শতাংশ উন্নতি হয়েছে।
এ সময় তিনি আরও বলেন, পল্লীবন্ধু হুসেইন এরশাদের শারীরিক উন্নতির এই ধারাবাহিকতা বজায় থাকলে তিনি খুব দ্রুতই সুস্থ হয়ে উঠবেন বলে চিকিৎসকরা আশাবাদী। কিছু টেস্ট রিপোর্টের অপেক্ষা করছেন চিকিৎসকরা। তারা পল্লীবন্ধুর সংক্রমণের চিকিৎসা করছেন।
অপরদিকে, এরশাদের ছোট ভাই গোলাম মোহাম্মদ কাদের এমপি শুক্রবার জুমায় পল্লীবন্ধুর রোগমুক্তি ও সুস্থতা কামনায় ধর্মপ্রাণ সকলের দোয়া কামনা করেছেন।
প্রসঙ্গত, গত ২৬ জুন সকাল সাড়ে ৮টার দিকে শারীরিক অবস্থার অবনতি ঘটলে হুসেইন এরশাদকে বারিধারার প্রেসিডেন্ট পার্ক থেকে দ্রুত সিএমইএইচে নেয়া হয়। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে তাকে সিসিইউতে রাখা হয়েছে।