রাজধানীর বসুন্ধরা থেকে নতুন ড্রাগ আইস সহ নাইজেরিয়ান গ্রেফতার

বৃহস্পতিবার মধ্য রাতে রাজধানীর বসুন্ধরা এলাকায় অভিযান চালিয়ে নতুন ড্রাগ আইস (ক্রিস্টাল মিথাইল এমফিটামিন) সহ একজন নাইজেরিয়ান নাগরিককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা টিম।

এসময় ৫২২গ্রাম ড্রাগ আইস ( ক্রিস্টাল মিথাইল এমফিটামিন) উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা টিমের সদস্যরা।

আজ শুক্রবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হতে এক ক্ষুদে মাধ্যমে এ তথ্য নিশ্চিত করার পাশাপাসজি জানানোর হয়, এবিষয়ে বিস্তারিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সেগুনবাগিচা কার্যালয়ে সকাল ১১টা ৩০ মিনিটে এক প্রেস ব্রিফিং এর আয়োজন কড়া হয়েছে। সেখানে গণমাধ্যমকে বিস্তারিত জানানো হবে।

অন্যান্য আপডেট পেতে আমাদের সোশ্যাল মিডিয়ায় অনুসরণ করুন এবং ইমেইলের মাধ্যমে নিউজ লেটার পেতে সাবস্ক্রাইব করুন। আপনাদের মতামত পাঠিয়ে আমাদের সহায়তা করুন, আপনাদের পছন্দ এবং অপছন্দ সরাসরি জানিয়ে দিন [email protected]