মুক্তিযোদ্ধা কমান্ডার নুরনবীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
নিউইয়র্ক সিটি আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা কমান্ডার নুরনবীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো এক শোকবার্তায় এ তথ্য জানানো হয়।
শোকবাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ও প্রবাসে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে মরহুমের অবদানের কথা স্মরণ করেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও পরিবারের শোকাহত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রসঙ্গত, কমান্ডার নুরনবী আজ শুক্রবার ভোর সাড়ে ৬টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
অন্যান্য আপডেট পেতে আমাদের সোশ্যাল মিডিয়ায় অনুসরণ করুন এবং ইমেইলের মাধ্যমে নিউজ লেটার পেতে সাবস্ক্রাইব করুন। আপনাদের মতামত পাঠিয়ে আমাদের সহায়তা করুন, আপনাদের পছন্দ এবং অপছন্দ সরাসরি জানিয়ে দিন [email protected]