ভারতের প্রধানমন্ত্রী প্রিয়াংকা, নিক মার্কিন প্রেসিডেন্ট!
তারকা দম্পতি বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া ও মার্কিন পপ গায়ক নিক জোনাস। একই ছাদের নিচে সুখে দিন কাটাচ্ছেন তারা। তাদের নিয়ে আলোচনার শেষ নেই। সংসার, অভিনয়, গানের পাশাপাশি কি রাজনীতিতেও নাম লেখাবেন এই দম্পতি?
‘সানডে টাইমস’কে দেওয়া এক সাক্ষাৎকারে রাজনীতিতে আসার স্বপ্ন নিয়ে কথা বলেছেন প্রিয়াংকা চোপড়া। তাঁর কথায়, আমি ভারতের প্রধানমন্ত্রী হিসাবে নিজেকে দেখতে চাই। আর নিক যেহেতু আমেরিকান, তাই ওকে মার্কিন প্রেসিডেন্টের আসনে দেখতে চাই।
যদিও রাজনীতির সঙ্গে যুক্ত কোন কিছুই আমার বিশেষ পছন্দ নয়, তবে আমি এটুকু নিশ্চিত আমি আর নিক দুজনে মিলে পরিবর্ত আনতে পারব। কোনকিছুতেই কখনও না বলতে নেই।
প্রিয়াংকা এই কথাগুলি নেহাতই মজা করে বলেছেন, নাকি সত্যিই তাঁর রাজনীতিতে আসার ইচ্ছা রয়েছে তা অবশ্য স্পষ্ট নয়। কারণ এর আগেও অভিনয় জগত থেকে ভারতের রাজনীতিতে যোগদানের বহু নজির রয়েছে।