পটুয়াখালীতে ১১ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ

পটুয়াখালীর কালাপাড়ায় শাহীন সরদার (২৩) নামে এক যুবকের বিরুদ্ধে ১১ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২৬ জুন) বিকেলে উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ দিকে স্থানীয় একটি প্রভাবশালী মহল ধর্ষণের বিষয়টি ধামাচাপা দিতে চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন স্বজনরা। 

নির্যাতিত ঐ শিশুটি জানায়,  বুধবার শেষ বিকেলে স্থানীয় বাজারে একটি মোবাইল মেরামতের দোকান থেকে তার মায়ের মোবাইল নিয়ে বাড়ি ফিরছিল। এ সময় পথিমধ্যে একই এলাকার আনোয়ার সরদারের ছেলে শাহীন সরদার (২৩) তার মুখ চেপে ধরে পাশের একটি জঙ্গলে নিয়ে জোড়পূর্বক ধর্ষণ করে ফেলে রেখে পালিয়ে যায়। পরে প্রতিবেশিদের সহযোগিতায় বাড়িতে পৌঁছায় সে।

ডালবুগঞ্জ ইউনিয়নের ১নং ওয়ার্ডের গ্রাম পুলিশ রাকিবুল ইসলাম জানান, মেয়েটি প্রথমে লোক লজ্জার ভয়ে কাউকে কিছু না বলতে চাইলে রক্তক্ষরণের বিষয়টি জানতে চাইলে তার মায়ের কাছে জানান, শাহীন তাকে ধর্ষণ করেছে। ঘটনার দিন রাতে আমরা মেয়েটির বাড়িতে গিয়ে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি।

কলাপাড়া হাসপাতালের চিকিৎসক ডা. কামরুজ্জামান জানান, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার পর প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত পটুয়াখালী সদর হাসপাতালে প্রেরণ করি।

মহিপুর থানার ওসি সাইদুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। লিখিত ভাবে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।