নির্যাতনে অতিষ্ঠ হয়ে গৃহকত্রীকে কুপিয়ে জখম, গৃহকর্মীকে আটক

মা ও মেয়েকে কুপিয়ে আহত করার ঘটনায় মুন্নী (১৫) নামে এক গৃহকর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ জুন) সকালে মুন্নি তার গৃহকত্রী রুনা আক্তার (৩৫) ও তার মেয়ে নাজিদাকে (৫) কুপিয়ে আহত করে। পরে ওই ভবনের লোকজন মুন্নীকে আটক করে পুলিশে দেয়। চট্টগ্রাম নগরীর চকবাজার থানাধীন পার্সিভিল হিলে আনোয়ার মঞ্জিলে এ ঘটনা ঘটে।

চকবাজার থানার ওসি নিজাম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।

আটক গৃহকর্মী মুন্নীর গ্রামের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়। মুন্নী পার্সিভিল হিলের আনোয়ারা মঞ্জিলের বাসিন্দা আইনজীবী মইনুল ইসলামের বাসায় কাজ করতেন। আহত রুনা আক্তার মইনুল ইসলামের স্ত্রী ও নাজিদা তার মেয়ে।

চকবাজার থানার ওসি নিজাম উদ্দিন বলেন, ‘আটকের পর গৃহকর্মী মুন্নী পুলিশকে জানিয়েছে নির্যাতনে অতিষ্ঠ হয়ে ঘটনাটি ঘটিয়েছেন তিনি। ওই বাসায় আরও একজন বয়স্ক গৃহপরিচারিকা আছেন। তিনি জানিয়েছেন, সকালে রুনা আক্তার মুন্নীকে বকা দেন। এরপর এক পর্যায়ে মারধর শুরু করলে মুন্নী ক্ষুব্ধ হয়ে দা দিয়ে প্রথমে রুনাকে আঘাত করে। তাকে বাঁচাতে এসে নাজিদাও আহত হয়েছে।’

আহত মা-মেয়েকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পরিবারের সদস্যরা।

এ সর্ম্পকে জানতে চাইলে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আব্দুল হামিদ বলেন, ‘গৃহকর্মীর দায়ের কোপে আহত মা-মেয়েকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনের মধ্যে মা রুনা আক্তারের অবস্থা আশঙ্কাজনক। তার মাথা, কপাল ও পিঠে গুরুতর আঘাতের চিহ্নরয়েছে।’