ডিল অব দ্যা সেঞ্চুরি সম্মেলন, বাহরাইন দূতাবাসে ক্ষুব্ধ ইরাকিদের হামলা
মার্কিন পৃষ্ঠপোষকতায় চরম বিতর্কিত ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ সম্মেলন অনুষ্ঠানের প্রতিবাদে ইরাকের রাজধানী বাগদাদে বাহরাইনের দূতাবাসে হামলা চালিয়েছে ক্ষুব্ধ লোকজন। ইহুদিবাদী ইসরাইলের স্বার্থ সংরক্ষণ ও সুবিধার জন্য আমেরিকা আরব রাষ্ট্র বাহরাইনে এ সম্মেলন আয়োজন করে।
সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজ থেকে দেখা যাচ্ছে, বহু লোক ফিলিস্তিনের পতাকা হাতে বাহরাইনি দূতাবাসের দিকে মিছিল নিয়ে যাচ্ছেন। এর মধ্যে কিছু মানুষ দূতাবাস ভবনের ওপর চড়াও হওয়ার চেষ্টা করে। এ সময় তারা দূতাবাস ভবনের ছাদে ওঠার চেষ্টা চালায়। কেউ কেউ ওই ভবন থেকে বাহরাইনের পতাকা নামিয়ে ফেলার চেষ্টা করে।
একজন বিক্ষোভকারী বলেন, “আমরা বাহরাইনের পতাকা নামিয়ে ফেলে পরিষ্কার এই বার্তা দেয়ার চেষ্টা করেছি যে, বাহরাইন সম্মেলনে কিছু মানুষ অংশ নিলেও আমরা এ সম্মেলন এবং ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার বিষয়টি জোরালোভাবে প্রত্যাখ্যান করছি। পাশাপাশি আমরা কখনো ফিলিস্তিনিদের প্রতি সমর্থন দেয়া বন্ধ করব না।”
ইরাকি পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার জন্য ফাঁকা গুলি ছোড়ে এবং দূতাবাসের নিরাপত্তার জন্য বাড়তি পুলিশ তলব করা হয়।