আফ্রিকার কঙ্গোতে খনি ধসে অন্তত ৪১ জন শ্রমিকের প্রাণহানি
মধ্য আফ্রিকার দেশ কঙ্গোতে খনি ধসে অন্তত ৪১ জন শ্রমিকের প্রাণহানির ঘটনা ঘটেছে। এছাড়া অনেক শ্রমিক আটকে পড়েছে ধ্বংসস্তূপের নিচে। বৃহস্পতিবার (২৭ জুন) দেশটির কোলওয়েজি এলাকার কপার ও কোবাল্ট খনিতে কাজ চলার সময় ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী সংবাদ মাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হঠাৎ-ই প্রচণ্ড বিস্ফোরণে ভেঙ্গে পড়ে খনির প্রবেশমুখ। এতে করে ভেতরে চাপা পড়েন অর্ধ-শতাধিক মানুষ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শহরটির মেয়র ভেরোনিক এনকামিনা বলেন, খনিতে উদ্ধার তল্লাশির কাজ চলছে। এখন পর্যন্ত ৩৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
এছাড়াও সুইস ভিত্তিক বিখ্যাত খনিজ পণ্য উত্তোলনকারী প্রতিষ্ঠান ‘গ্লেনকো’ এক বিবৃতিতে দাবি করে, শ্রমিকেরা অবৈধভাবে অনুমতি না নিয়েই খনিতে কাজ করছিল। তবে দুর্ঘটনার পরপরই পর্যাপ্ত উদ্ধারকাজ চালানো হয়।