শ্যামনগরে সুন্দরবন সুরক্ষায় বাঘ বন্ধুদের প্রশিক্ষণ ও মিটিং

বৃহস্পতিবার সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ওয়াইল্ডটিম এর আয়োজনে মুন্সিগঞ্জ বেডসের প্রশিক্ষণ কক্ষে সুন্দরবন সুরক্ষায় বাঘ বন্ধুদের কোয়াটারলি সভা সহ প্রশিক্ষণের আয়োজন করা হয় ।

ওয়াইল্ডটিমের প্রোগ্রাম অফিসার আবু জাফরের সভাপতিত্বে প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন ওয়াইল্ডটিম কর্মকর্তা অমিত মন্ডল, রিজু আযম, মোস্তফা ।

অনুষ্টানে অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাঘ বন্ধু করুণা রানী, ফজলুল হক, রনজিৎ বর্মন, আজিজুর রহমান, ফরিদ হোসেন প্রমুখ। প্রশিক্ষণে সুন্দরবন সুরক্ষায় নারীদের ভূমিকা, ফোরাম গঠন, ফোরামে আলোচ্য বিষয়, ডলফিন এর বাস স্থান, ডলফিন রক্ষা সহ অন্যান্য বিষয়ে আলোচনা ও কর্মপরিকল্পনা প্রনয়ন করা হয় ।

রনজিৎ বর্মন, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি