দিনাজপু‌রের বিরলে বজ্রপাতে ২ জন নিহত, আহত ১

দিনাজপুরের বিরলে বজ্রপাতে ২ নিহত ও ১ জন আহত হয়েছে। নিহত ২ জন হলো, উপজেলার মঙ্গলপুর ইউপি’র হরিষচন্দ্রপুর গ্রামের মৃত কংশ চন্দ্র শীলের পুত্র সুমন্ত চন্দ্র শীল (৪৫) নছুগ্রামের জীবিত চন্দ্র রায়ের পুত্র শার্নিক চন্দ্র রায় (৪০) এবং আহত ১ জন হলো, নছুগ্রামের গজেন্দ্র রায়ের পুত্র রনজিৎ চন্দ্র রায় (৩৮)।

তারা ৩ জনেই আজ রাত সাড়ে ৮ টার দিকে বৃষ্টির সময় লক্ষিরহাট নামক এলাকার লক্ষিমন্দিরের বারান্দায় আশ্রয় নেয়। এ সময় হঠাৎ বজ্রপাতে তাদের মধ্যে ২ জন ঘটনাস্থলে নিহত হোন এবং তাঁদের সাথে থাকা অপরজন গুরুতর আহত হোন।

বিষয়টি নিশ্চিত করেছেন মঙ্গলপুর ইউপি চেয়ারম্যান সেরাজুল ইসলাম, তিনি জানান বজ্রপাতে সুমন্ত চন্দ্রশীল ও শার্নিক চন্দ্র রায়ের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এবং আহত রনজিৎ চন্দ্র রায় কে গুরুত্বর অবস্থায় দিনাজপুর এম, আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। তবে তার অবস্থা আশংকা জনক।

ফখরুল হাসান পলাশ, দিনাজপুর প্রতিনিধি