খুলে দেয়া হয়েছে এরশাদের অক্সিজেন মাস্ক, অবস্থা স্বাভাবিক

সাবেক রাষ্ট্রপতি বিরোধীদলীয় নেতা এইচ এম এরশাদের অক্সিজেন মাস্ক খুলে দেয়া হয়েছে। স্বাভাবিক আছেন তিনি। শারীরিক অবস্থা আগের চেয়ে উন্নতি হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে এরশাদের অক্সিজেন মাস্ক খুলে দেওয়া হয়।

এদিকে দুপুর ১২টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে এরশাদের শারীরিক অবস্থা জানার জন্য চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করেন জাপার যুগ্ম মহাসচিব সৈয়দ মো.ইয়াসির, সিনিয়র সাংবাদিক কাজী লুৎফুল কবির ও ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।

পরবর্তীতে চিকিৎসকদের বরাত দিয়ে তারা নিশ্চিত করেছেন এরশাদের অক্সিজেন মাস্ক খুলে ফেলা হয়েছে। প্রেসার লো ছিল সেটা এখন স্বাভাবিক। তিনি স্বাভাবিকভাবে চোখ খুলছেন। এমন কি চিকিৎসকদের প্রয়োজনীয় জিজ্ঞাসায় সাড়া দিচ্ছেন। তার শারীরিক অবস্থার আরেকটু উন্নতি হলে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র থেকে সাধারণ বেডে স্থানান্তর করা হবে।

এছাড়া ব্লাড কালচার টেস্টসহ বেশ কিছু টেস্ট দিয়েছে ডাক্তার। এসব টেস্টের ফলাফল আজ বিকেল ও আগামীকালের মধ্যে সবগুলো ডাক্তারের হাতে চলে আসবে।ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী জানান, চিকিৎসকরা শঙ্কামুক্ত বলেই জানিয়েছেন। স্যারকে আপাতত ঘুমের ওষুধ দিয়ে ঘুমিয়ে রেখেছেন চিকিৎসকরা।