উল্লাপাড়ায় মা ও ছেলের গলাকাটা ও রগকাটা লাশ উদ্ধার

সিরাজগঞ্জের উল্লাপাড়ার দুর্গানগর ইউনিয়নের মহেষপুর গ্রাম থেকে মা ও ছেলের গলাকাটা ও রগকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এলাকাবাসী খবর দিলে উল্লাপাড়া থানা পুলিশ বৃহস্পতিবার (২৭ জুন) সকালে ঘটনাস্থলে গিয়ে লাশ দু’টি উদ্ধার করে।

নিহতরা হলেন- রিজিয়া খাতুন (৮০) ও তার ছেলে অবসরপ্রাপ্ত সেনাসদস্য আলতাব হোসেন বকুল (৫০)।

উল্লাপাড়া থানার ওসি দেওয়ান কৌশিক জানান, ‘খুনের ক্লু এখনও পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে কে বা কারা রাতের যে কোনও সময়ে বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে তাদের হত্যা করে। তাদের মাথায় কোপানোর একাধিক চিহ্ন রয়েছে। এমনকি শরীরের বিভিন্ন স্থানের রগকাটা হয়েছে। লাশ দু’টি ঘরে মধ্যে পড়ে ছিল। বাড়ি ও স্থানীয় লোকজন পুলিশকে জানায়।

তিনি আরও জানান, ‘লাশ দু’টি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় এখনও কোনও মামলা বা আটক হয়নি।’