সৌদি আরবের আবহা ও জিযান বিমানবন্দরে একের পর এক হামলা
আবারও সৌদি আরবের আবহা ও জিযান বিমানবন্দরে হামলা চালিয়েছে ইয়েমেনের আনসারুল্লাহ সমর্থিত সেনাবাহিনী।
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, ইয়েমেনের সামরিক বাহিনী তাদের ড্রোন জঙ্গি বিমানের হ্যাঙ্গার ও কয়েকটি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। ইয়েমেনের বিরুদ্ধে অব্যাহত হামলা এবং সর্বাত্মক অবরোধের পাল্টা জবাব হিসেবে তারা এই আঘাত হেনেছেন বলে জানা গেছে।
মঙ্গলবার রাতে জঙ্গিবিমানের হ্যাঙ্গারসহ সামরিক অবস্থানে হামলা চালানো হয়।
ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, আমরা আগেই বলেছি সৌদি আরবের বিমানবন্দর এবং সামরিক ঘাঁটি আর নিরাপদ থাকবে না। যতদিন পর্যন্ত আমাদের ওপর হামলা ও অবরোধের অবসান না ঘটবে ততদিন পর্যন্ত আমাদের পাল্টা আঘাত অব্যাহত থাকবে।