বিয়ের দাবিতে পুলিশ সদস্যের বাড়িতে প্রেমিকার অনশন

বিয়ের দাবিতে পুলিশ সদস্যের বাড়িতে গত তিনদিন ধরে অনশন শুরু করেছেন প্রেমিকা লাভলী খাতুন (২০)। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বরইতলা গ্রামে। লাভলী উপজেলার চালিতাডাঙ্গা গ্রামের সেজাব উদ্দিনের মেয়ে এবং চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিবার পরিকল্পনা অফিসের অফিস সহকারী।

বরইতলার ওই বাড়িতে গিয়ে কথা হয় অনশনরত লাভলী খাতুনের সাথে। তিনি জানান, উপজেলার গান্ধাইল ইউনিয়নের বরইতলা গ্রামের সোলেমানের পুত্র পুলিশ সদস্য আতিকুর রহমান (২৮) এর সাথে ২০১৬ সাল থেকে পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

বিয়ে করার লোভ দেখিয়ে তার সাথে তিন বছরে একাধিকবার দৈহিক সম্পর্ক স্থাপন করে। সম্প্রতি আতিকুর রহমান তার সাথে যোগাযোগ বন্ধ করে অন্যত্র বিয়ের উদ্যোগ নিয়েছে। বিষয়টি জানতে পেরে তিনি বাধ্য হয়ে বিয়ের দাবিতে আতিকুরের বাড়িতে অবস্থান নিয়েছেন।

লাভলী জানান, লজ্জা ফেলে চলে এসেছি। আমার সাথে ওইসব করার পর এখন বিয়ে না করা পর্যন্ত এই বাড়ি থেকে একচুলও নড়বো না।

অপরদিকে আতিকুর রহমানের চাচা নজরুল ইসলাম মাস্টার জানান, মেয়েটির চরিত্র ভালো না। আগেও তার বিয়ে হয়েছিল। অনেকগুলো কেস কানুন রয়েছে যেগুলোর সমাধান হয়নি। আর আমাদের ছেলে ইতোমধ্যে এক পুলিশ অফিসারের আত্মীয়াকে বিয়েও করেছে।

ওই ওয়ার্ডের ইউপি সদস্য ইসমাইল হোসেন জানান, আমরা নিজেরাও বিষয়টি নিয়ে বিব্রতকর অবস্থার মধ্যে রয়েছি। উভয় পরিবারই মধ্যেই যাতায়াত ছিল।

কাজিপুর থানার ওসি একেএম লুৎফর রহমান জানান, বিষয়টি জেনেছি। মেয়ের পিতা (রোববার) কোর্টে মামলা করেছে। এ বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নেব।