ফের বাংলাদেশের খেলায় আম্পায়ার আলিম দার!
পাকিস্তানি আম্পায়ার আলিম দারের কিছু সিন্ধান্ত নিয়ে টাইগার ক্রিকেটপ্রেমীরা সব সময় অসুন্তষ্ট। চলতি বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে লিটন দাশের বিতর্কিত আউট দেন এই পাক আম্পায়ার।
এমন আউট এই প্রথমবার নয়, এর আগেও বাংলাদেশের বিপক্ষে দিয়েছেন আলিম দার। তাই বাংলাদেশের বাকি দুই ম্যাচে আলিম দারের আম্পায়ার যাতে না থাকে সেই জন্য টাইগার ক্রিকেটপ্রেমীরা মনে প্রাণে চাচ্ছিলেন।
কিন্তু সেটি আর হলো না। কারণ কোন ম্যাচে কে আম্পায়ার করবেন সেটা আইসিসি আগেই ঠিক করে রেখেছে। তাই নিয়ম অনুযায়ী আগামী ২ জুলাই বাংলাদেশ ও ভারতের ম্যাচে আম্পায়ের দায়িত্ব পালন করবেন আলিম দার।
৫ জুলাই পাকিস্তানের বিপক্ষেই মাঠে নামবে বাংলাদেশ। সেদিন মাঠের আম্পায়ারের দায়িত্বে থাকবেন দুই ইংলিশ রিচার্ড ক্যাটলবার্গ এবং মিকায়েল গফ। টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করবেন রিচার্ড ইলিংওর্থ।