‘ছাত্রীদের মেয়ে শিক্ষকের কাছে পড়াশুনা করলে নারীঘটিত অপরাধ কমবে’
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা আহমদ শফি বলেছেন, ‘সন্তান আল্লাহর দান। ছেলে আর মেয়ে হোক, অন্তত একটি সন্তানকে আল্লাহর রাস্তায় কোরআন হাদিসের আলোকে শিক্ষিত করে তুলুন’।
সোমবার সকালে বন্দর উপজেলার দাঁশেরগাওস্থ জামিয়াতুন নূর আল ইসলামিয়া মাদ্রাসার নতুন ভবন উদ্ধোধনকালে তিনি এসব বলেন।
তিনি বলেন, ‘কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পুরুষ ও নারীদের আলাদাভাবে শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি মেয়ে শিক্ষার্থীদের মেয়ে শিক্ষকের কাছে পড়াশুনা করলে নারীঘটিত অপরাধ কমে আসবে’।
এ সময় উপস্থিত ছিলেন জামিয়াতুন নূর আল ইসলামিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা শিল্পপতি মো. হারুন অর রশিদ, বন্দর থানা অফিসার ইনর্চাজ মো. রফিকুল ইসলাম, সমাজসেবক গোলজার মেম্বারসহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যক্তি ও মাদ্রাসা শিক্ষক ও শিক্ষার্থীরা।