উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হতে পারে ২০ থেকে ২২ জুলাইয়ের মধ্যে
প্রতি বছরের মত এবারও দেশে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হতে যাচ্ছে জুলাই মাসের মাঝামাঝিতে। এরই ধারাবাহিকতায় ধারণা করা হচ্ছে ফল প্রকাশের সম্ভাব্য তারিখ আগামী ২০, ২১, বা ২২ জুলাই।মঙ্গলবার (২৫ জুন) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উচ্চপর্যায়ের একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।
তবে শিক্ষাবোর্ডগুলোর পক্ষ থেকে জানা গেছে আগামী ২০,২১ বা ২২ জুলাই এই তিন দিনের যেকোনো একদিন ফল প্রকাশের অনুমোদন চেয়ে শিক্ষা মন্ত্রাণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। সম্ভাব্য এই তারিখগুলোর মধ্যে যেদিন প্রধানমন্ত্রী সময় দিয়ে সম্মতি দেবেন, সেদিনই ফল প্রকাশ করা হবে।
কিন্তু প্রচলন অনুযায়ী ফল প্রকাশের দিন প্রথমে প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের অনুলিপি তুলে দেওয়া হয়। এরপর সংবাদ সম্মেলন করে ফলের বিস্তারিত তুলে ধরা হয়। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ফল প্রকাশ করা হয়। যদিও এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশ সফরে থাকায় তাঁর অনুপস্থিতিতে ফল প্রকাশ করা হয়। অবশ্য তিনি মুঠোফোনে ফল প্রকাশ অনুষ্ঠানে কথা বলেন।
প্রসঙ্গত, গত ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এবার আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল ১৩ লাখ ৫১ হাজার ৫০৫ জন। এর মধ্যে আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে শুধু এইচএসসি পরীক্ষার্থী ছিল ১১ লাখ ৩৮ হাজার ৭৪৭ জন।