পাঁচ বছরের মাদরাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক

রাজধানীর সাভারে পাঁচ বছরের এক মাদরাসা ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। স্থানীয়রা ঘটনাটি জানতে পেরে ওই শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। পরে ভুক্তভোগী ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে সাভার মডেল থানার একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্ত মো. ইদ্রিস (৩৮) মাদারীপুর জেলার কালকিনি থানার কানাই সরদারের চরের আ. রহমানের ছেলে।

শিক্ষার্থীর বাবা জানায়, আমার মেয়ে সাভার মডেল থানাস্থ তালীমুল কুরআন মাদরাসায় পড়াশোনা করে। আমি প্রতিদিন মেয়েকে সকালে দিয়ে আসতাম এবং বিকালে নিয়ে আসতাম। প্রতিদিনের ন্যায় গতকাল আমার মেয়ে মাদরাসায় আসলে শিক্ষক মো. ইদ্রিস উনার রুমে মেয়েকে ডেকে নিয়ে যায়। পরে তিনি আমার মেয়ের শরীরের বিভিন্ন স্থানে হাত বুলানো শুরু করেন। আমার মেয়ে কান্না শুরু করলে ওই শিক্ষক মেয়েকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো শুরু করে। এছাড়া তিনি মেয়েকে হুমকি দেন এ ঘটনা যাতে কাউকে না বলে।

ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা আরও জানান, এ ঘটনার পরে প্রতিদিনের ন্যায় আমি মেয়েকে আনতে গেলে সে কান্না শুরু করে তা দেখে আমি মেয়ের নিকটে কান্নার কারণ জানতে চাইলে আমার মেয়ে বিস্তারিত খুলে বলে।

এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ জানান, এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে মামলা করেছেন। অভিযুক্ত মো. ইদ্রিসের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হবে।