দিনাজপুরে অনুষ্ঠিত হলো প্রকল্প অবহিতকরন সভা

দিনাজপুরে মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে “সমন্বিত উপায়ে বঞ্চিত নারী ও কিশোরীদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতকরণ প্রকল্পের” অবহিতকরন সভার অনুষ্ঠিত হয়।

আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সোসাইটি ফর উদ্যোগের আয়োজনে উক্ত অবহিতকরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহমুদুল আলম। এছাড়াও অন্যান্যদের মধ্যে জেলা সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল ইসলাম, সোসাইটি ফর উদ্যোগের নির্বাহী পরিচালক উম্মে নেহারসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জন প্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় নতুন এই প্রকল্পের লক্ষ্য ও অর্জন সমূহ প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরেন প্রকল্প সমন্বয়কারী আব্দুর রাজ্জাক। প্রকল্পের মাধ্যমে বিরল উপজেলার ৬টি ইউনিয়নের ৪৮টি গ্রামের ৫হাজার মানুষ বিভিন্ন প্রশিক্ষন ও সুযোগ-সুবিধার আওতায় পড়বেন।

 

ফখরুল হাসান পলাশ, দিনাজপুর প্রতিনিধি