‘বিরোধীদলীয় এমপিরা পার্লামেন্টে ইম্পিচমেন্ট আবারও নির্বাচনে জেতা সহজ হবে’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমাকে বিরোধীদলীয় এমপিরা পার্লামেন্টে ইম্পিচমেন্ট করলে ২০২০ সালে পুনরায় নির্বাচিত হওয়ার পথ সুগম হবে। রবিবার একটি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প এ আশাবাদ ব্যক্ত করেন।
মার্কিন এনবিসি টিভি চ্যানেলের সাক্ষাৎকারধর্মী অনুষ্ঠান ‘মিট দ্য প্রেস’-এ তাকে ইম্পিচমেন্ট নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এতে বরং আমার বিজয় আরও সহজ হবে।’
এ সময় ট্রাম্প আরও বলেন, ২০১৬ সালে তার নির্বাচনী প্রচারাভিযান নিয়ে যে দীর্ঘ তদন্ত হয়েছে, তা অবৈধ বলে বর্ণনা করেন তিনি।
অন্যান্য আপডেট পেতে আমাদের সোশ্যাল মিডিয়ায় অনুসরণ করুন এবং ইমেইলের মাধ্যমে নিউজ লেটার পেতে সাবস্ক্রাইব করুন। আপনাদের মতামত পাঠিয়ে আমাদের সহায়তা করুন, আপনাদের পছন্দ এবং অপছন্দ সরাসরি জানিয়ে দিন [email protected]