দিনাজপুরের হিলিতে আদিবাসী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও উপবৃত্তি প্রদান

দিনাজপুরের হিলিতে পড়ালেখায় আগ্রহী করতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও উপবৃত্তি প্রদান করা হয়েছে। সোমবার (২৪ জুন) সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে সমতলের ক্ষুদ্র-নৃ গোষ্ঠীর জীবন মান উন্নয়নে গৃহীত বিশেষ এলাকার উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির আওতায় এসব উপকরণ বিতরণ করা হয়েছে।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর চেয়ারম্যান রূপলাল তির্কিসহ আরও অনেকে।

এ সময় প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ের মোট ৫৮৩ জন নৃ-গোষ্ঠী ছাত্র-ছাত্রীদের মাঝে প্রত্যেককে ১ হাজার থেকে শুরু করে তিন হাজার টাকা ও খাতা, কলম এবং জ্যামিতি বক্সসহ মোট ৫ লাখ টাকার শিক্ষা উপকরণ ও উপবৃত্তি বিতরণ করা হয়।