ইন্দোনেশিয়ায় ৭.৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো সমুদ্র তীরবর্তী অঞ্চল

আবারও তীব্র ভূমিকম্প আঘাত হেনেছে ইন্দোনেশিয়ায়। আজ সোমবার দেশটির বান্দা সমুদ্র তীরবর্তী এলাকায় এ ভূমিকম্প আঘাত হেনেছে। 

জানা গেছে, রিখটার স্কেলে এই  ভূকম্পনের তীব্রতা ছিল ৭.৫। কিন্তু এর জেরে সুনামি সতর্কতা জারি করা হয়নি।

এদিকে, মার্কিন জিওলজিক্যাল সার্ভে বলছে, সোমবার ইন্দোনেশিয়ার বান্দা সমুদ্র তীরবর্তী প্রত্যন্ত এলাকায় ভূমিকম্প আঘাত হেনেছে। এই ভূমিকম্পের উপকেন্দ্র ছিল ভূমি থেকে ১৩৬ মাইল গভীরে। তবে কম্পনের তীব্রতা বেশি হলেও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

অন্যদিকে,প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, এই ভূমিকম্পের জেরে সুনামির কোনও সম্ভাবনা নেই।

অন্যান্য আপডেট পেতে আমাদের সোশ্যাল মিডিয়ায় অনুসরণ করুন এবং ইমেইলের মাধ্যমে নিউজ লেটার পেতে সাবস্ক্রাইব করুন। আপনাদের মতামত পাঠিয়ে আমাদের সহায়তা করুন, আপনাদের পছন্দ এবং অপছন্দ সরাসরি জানিয়ে দিন [email protected]