অর্ধেক অর্ধেক করে লিভার দিয়ে বাবাকে বাঁচালেন দুই বোন

বাবার বাঁচার আশা প্রায় শেষই হয়ে গিয়েছিলেন। কারণ অসুখে একেবারেই অকেজো হয়ে গিয়েছিল যকৃত্‍। ডাক্তার নিদান দেন, লিভার ট্রান্সপ্লান্টের। ভাবনা-চিন্তায় এক মুহূর্তও সময় নষ্ট করেননি দুই মেয়ে। তাঁদের দেওয়া অর্ধেক লিভারে গোটা যকৃত্‍‌ পেলেন বৃদ্ধ। এই সময়ের খবর।

ইয়েমেনি বৃদ্ধ আল নাকিবের অস্ত্রোপচার হল অ্যাপোলো হাসপাতালে। ডাক্তারের পরামর্শে বাবাকে লিভার দান করার ইচ্ছাপ্রকাশ করেছিলেন তিন ছেলেমেয়েই।

তবে ছেলে অত্যধিক মোটা হওয়ায় তাঁর যকৃত্‍‌ নেওয়া যায়নি। তবে পরীক্ষা-নীরিক্ষার পর দুই মেয়ে বাহাজা ও সারার লিভার তাঁদের বাবার শরীরে বসাতে রাজি হন ডাক্তাররা।

লিভার দানের ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের ৫৫%-৭০% লিভার দান সম্ভব। চার থেকে ছয় সপ্তাহের মধ্যে দাতার লিভার ফের ১০০% পুনর্গঠিত হতে পারে। এ ক্ষেত্রে দুই দাতারই বয়স ২০-র ঘরে।

হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. গয়াল জানিয়েছেন, ‘এই প্রক্রিয়ায় দু জন দাতা হওয়ায় আমাদের দলের উপর বিরাট চাপ ছিল। রোগীর নানা সমস্যা থাকায় প্রতিস্থাপনও খুব ঝুঁকিপূর্ণ ছিল। তবে সফলভাবে আমরা করতে পেরে রোগীকে নতুন জীবন দিতে সক্ষম হয়েছি।’

২৩ মে হয় অস্ত্রোপচার। ডাক্তাররা জানিয়েছেন, গ্রহীতা বৃদ্ধ এখন সুস্থ। তাঁকে শিগগিরই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।