বাড়তি বিল আদায়ে শিশুকে মৃত্যুর পরও আইসিইউ’তে রাখে আসগর আলী হাসপাতাল!
চিকিৎসায় অনিয়ম আর মৃত্যুর পর শিশুকে আইসিইউ’তে রেখে বাড়তি বিল আদায়ের অভিযোগ উঠেছে রাজধানীর গেন্ডারিয়ার আসগর আলী হাসপাতালের বিরুদ্ধে। ঠান্ডাজনিত রোগ আক্রান্ত দেড় বছরের শিশু আহনাফ আহমেদ জুবায়েরের মৃত্যুর পর এ অভিযোগ তুলেছেন স্বজনরা।
তারা জানান, হাসপাতালে ভর্তির দ্বিতীয় দিন পর্যন্ত বেশ স্বাভাবিকই ছিল আহনাফের অবস্থা। হঠাৎ করেই গতকাল সকালে তাকে আইসিইউ’তে নেয়া হয়। এরপর থেকেই নানা তথ্য দিতে শুরু করেন ডাক্তাররা।
অতিরিক্ত খরচ বহন করতে অপারগতা প্রকাশ করে আহনাফকে অন্য হাসপাতালে নিতে চাইলেও বাধা দেয়া হয়। পরে চাপ প্রয়োগ করলে চিকিৎসকরা আহনাফকে মৃত ঘোষণা করেন।
এমন আচরণে বিভ্রান্ত পরিবারটির অভিযোগ, ভুল চিকিৎসায় আহনাফের মৃত্যু হয়েছে। আর বাড়তি বিল আদায় করতেই মৃত্যু সংবাদও জানানো হয়নি। এসব অভিযোগ নিয়ে কোন কথা বলতে রাজি হয়নি হাসপাতাল কর্তৃপক্ষ।