দিনাজপুরে আব্দুল বারী হত্যা মামলায় ২জনের ফাঁসি, ১৭ জনের যাবৎ জীবন

দিনাজপুরের বিরল উপজেলার রতনৌর গ্রামের জমি সংক্রান্তর জেরে আব্দুল বারীকে হত্যা মামলার ১৯জন আসামীর মধ্যে ২জন জাহাঙ্গীর আলম ও শরিফুল ইসলামকে ফাসি দিয়েছেন অতিরিক্ত জেলা দায়রা জজ আদালত। অপর ১৭জন আসামীকে যাবৎ জীবন প্রদান করেন।

আজ দুপুরে অতিরিক্ত জেলা দায়রা জজ আনোয়ারুল হক এই আদেশ দেন। ফাসির দন্দপ্রাপ্ত আসামী জাহাঙ্গীর ও শরিফুল ইসলাম বিরল উপজেলা রতনৌর গ্রামের আব্দুর রহমান পুত্র।

২০০৪ সালের অক্টোবরের ২৯ তারিখে বিরল উপজেলার রতনৌর মৌজার ১৪ শতাংশ জমি সংক্রান্ত একটি সংঘর্ষে হয়। এসময় জাহাঙ্গীর ও শরিফুলসহ ১৯জন আব্দুল বারীসহ তিনজনকে গুরুতর আহত করে। ঘটনার একদিন পরে (৩০ অক্টোবর ২০০৪) চিকিৎসাধীন অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে আব্দুল বারী মারা জান।

পরে ২০০৪ সালের ৩১ অক্টোবর মৃতের ভাই আব্দুল বাকী বাদী হয়ে বিরল থানায় মামলা দায়ের করেন।

ফখরুল হাসান পলাশ, দিনাজপুর প্রতিনিধি