ট্রাম্পকে ইরানের কড়া জবাব দেওয়ার ঘোষণা
মার্কিন গোয়েন্দা ড্রোন ভূপাতিত করার জেরে চরম উত্তেজনা বিরাজ করছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। এরই মধ্যে যুদ্ধের ঘোষণা দিয়েও শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুদ্ধ থেকে পিছু হটলেও ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে বিরত রাখতে ‘গুরুতর’ অবরোধ আরোপের হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
তিনি বলেছেন, তেহরানের নেতৃত্ব তাদের ইউরেনিয়ামের মজুদ বাড়ানোর প্রক্রিয়া থেকে সরে আসা পর্যন্ত তাদের ওপর যুক্তরাষ্ট্রের এই অর্থনৈতিক চাপ অব্যাহত থাকবে।
‘আমরা আগের অবরোধগুলোর বাইরে আরও কিছু অবরোধ আরোপ করতে যাচ্ছি। কিছু কিছু ক্ষেত্রে আমরা অনেক দ্রুতই এগোচ্ছি,’ সাংবাদিকদের জানান ট্রাম্প।
এদিকে, যুক্তরাষ্ট্রের যেকোনও হুমকির দাঁতভাঙা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্বাস মুসাভি বলেছেন, সীমান্তে আমেরিকার কোনো আগ্রাসী তৎপরতা মেনে নেওয়া হবে না।
ইরানকে সর্তক করে ট্রাম্পের দেয়া বিবৃতির পাল্টা জবাবে ইরানের মুখপাত্র জানান, ‘সীমা লঙ্ঘন করা হলে আমরা তা শক্ত হাতে প্রতিরোধ করব। সেখানে হুমকি থাকুক আর না-ই থাকুক।
এর আগে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্র কোনও রকম যুদ্ধ চায় না। কিন্তু ইরান যদি তাদের অবস্থান থেকে না সরে আসে তাহলে ধংসের মুখে পড়বে।