ফরিদপুরে সোয়া তিন লাখ শিশুকে খাওয়ানো হয়েছে ভিটামিন এ প্লাস ক্যাপসুল
“ভিটামিন এ খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান” এ স্লোগানকে সামনে রেখে ফরিদপুরে সোয়া তিন লাখ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে । শনিবার (২২ জুন) সকাল থেকে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন (১ম রাউন্ড) ২০১৯ এর আওতায় ফরিদপুরের শিশুদের টিকা খাওয়ানো শুরু করে।
সকালে ফরিদপুরে জেনারেল হাসপাতালে শিশুদের টিকা খাইয়ে কর্মসূচীর উদ্বোধন করেন ফরিদপুরের সিভিল সার্জন ডা. মোঃ এনামুল হক। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ডাঃ উষা রঞ্জন চক্রবর্তী, আরএমও ডাঃ গনেশ কুমার আগরাওল, ডাঃ ওবায়ুদর রহমান, ডাঃ আবু আহমেদ আব্দুল্লাহ প্রমুখ।
এসময় ফরিদপুরের সার্জন ডা. মোঃ এনামুল হক জানান, ফরিদপুর জেলার নয় উপজেলার মোট সোয়া তিন লাখ শিশুকে দুই হাজার একশ’ কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এতে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৪৩ হাজার ৫ শত ৪৫ জন শিশুকে ১টি নীল ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ২লাখ ৮৩হাজার ৩শত ১৮জন শিশুকে ২টি নীল ক্যাপসুল খাওয়ানো হবে।
হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি