তরুণীর বাড়িতে অনৈতিক কার্যকলাপ, স্থানীয় জনতার হাতে আটক নৌপুলিশ
বাগেরহাটের রামপালে বিয়ের প্রলোভন দেখিয়ে র্দীঘ দিন ধরে তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক। বিয়ে না করায় নৌপুলিশের বিরুদ্ধে ধর্ষণের মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ জুন) রাত ১টার সময় ওই তরুণীর বাড়িতে অনৈতিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় স্থানীয় জনতা ওই পুলিশ সদস্যকে হাতেনাতে আটক করে। পরে স্থানীয় ভোজপাতিয়া ইউপি চেয়ারম্যান নুরুল আমিনের কাছে হস্তান্তর করে। ইউপি চেয়ারম্যান রামপাল থানা পুলিশকে জানালে পুলিশ তাকে আটক করে।
শুক্রবার (২১ জুন) রাতে রামপাল থানায় ধর্ষিতা তরুণী বাদী হয়ে এই মামলা করেন। এ ঘটনায় ঘষিয়াখালী চ্যানেলের নৌপুলিশ ফাঁড়ির সদস্য মুত্তাকিন বিল্লাহ নামের এক কনস্টেবলকে আটক করা হয়েছে। আটক মুত্তাকিন বিল্লাহ খুলনা জেলার তেরখাদা গ্রামের জামিল আহম্মেদের ছেলে।
ভিকটিমের পরিবার সূত্রে জানা গেছে, রামপাল উপজেলার কালিকাপ্রসাদ গ্রামের জনৈক ব্যক্তি এ বছর এসএসসি পাস করা কন্যাকে (১৬) রাস্তাঘাটে যাওয়া আসার পথে বিভিন্নভাবে উত্যক্ত করতে থাকে ওই পুলিশ সদস্য। একপর্যায়ে ওই তরুণীকে বিয়ে করার প্রস্তাব দেয়। তাতে সে রাজি না হলে তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও তুলে নেয়ার হুমকি দেয়। এরপর সু-কৌশলে ওই তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে দৈহিক সম্পর্কে লিপ্ত হয়। এভাবে ২ মাসের অধিক ধরে ওই তরুণীকে বিয়ের প্রলোভ দেখিয়ে ধর্ষণ করে আসছিল।
রামপাল থানার ওসি শেখ লুৎফর রহমান জানান, শুক্রবার রাতে পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা করা হয়েছে।