গুড়াদুধের উপর আমদানী শুল্ক বৃদ্ধিতে ডেইরী ফার্ম মালিকদের মানববন্ধন
গুড়াদুধের উপর আমদানী শুল্ক বৃদ্ধি ও এন্টি ডাম্পিং ট্যাক্স আরোপ করার দাবীতে দিনাজপুরে ডেইরী ফার্ম মালিকদের মানববন্ধন। ২০১৯-২০ অর্থবছরের বাজেটে নিম্নমানের গুড়া দুধের উপর আমদানী শুল্ক বৃদ্ধি ও এন্টি ডাম্পিং ট্যাক্স আরোপ করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আজ সকালে দিনাজপুর প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ডেইরী ফার্মারস এসোসিয়েশন দিনাজপুর শাখার আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডেইরী ফার্মারস এসোসিয়েশন দিনাজপুর শাখার আহ্বায়ক মোহাম্মদ তুহিনসহ দিনাজপুরের বিভিন্ন ডেইরী ফার্মের মালিক ও কর্মচারীবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন দেশের ডেইরী ফার্ম মালিকসহ এর সাথে জড়িত শ্রমিকদের বাচাতে হলে আমদানীকৃত গুড়াদুধের উপর শুল্ক বৃদ্ধি ও এন্টি ডাম্পিং ট্যাক্স আরোপ করা প্রয়োজন।
ফখরুল হাসান পলাশ, দিনাজপুর প্রতিনিধি