রাজধানীর সদরঘাটে নৌকাডুবির ঘটনায় দু’জন নিখোঁজ
রাজধানীর সদরঘাটে নৌকাডুবির ঘটনায় দু’জন নিখোঁজ রয়েছেন। ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট উদ্ধার কাজ শুরু করেছে। শুক্রবার (২১ জুন) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস কর্মকর্তা মোহাম্মদ মাহফুজ রিদেন বলেন, সকালে নৌকাডুবির ঘটনায় দু’জন নিখোঁজ আছেন। বাকিরা সাঁতার কেটে পাড়ে উঠতে পেরেছেন। আমাদের দু’টি ইউনিট উদ্ধারকাজ শুরু করেছে। ফায়ার সার্ভিস হেডকোয়ার্টার থেকে ডুবুরি দল ও সদরঘাট কেবিন ক্রুজার বোট দিয়ে উদ্ধারকাজ চালানো হচ্ছে।
অন্যান্য আপডেট পেতে আমাদের সোশ্যাল মিডিয়ায় অনুসরণ করুন এবং ইমেইলের মাধ্যমে নিউজ লেটার পেতে সাবস্ক্রাইব করুন। আপনাদের মতামত পাঠিয়ে আমাদের সহায়তা করুন, আপনাদের পছন্দ এবং অপছন্দ সরাসরি জানিয়ে দিন [email protected]