রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৬২ জন গ্রেফতার
রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৬২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে ৭৩৪ পিস ইয়াবা ট্যাবলেট, ফেন্সিডিল ২৪৩ বোতল, ৪৮৭ গ্রাম ৪৩০৯ পুরিয়া হেরোইন ও ৮ কেজি ২৪৩ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
২০ জুন, ২০১৯ সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬টি মামলা রুজু হয়েছে।
অন্যান্য আপডেট পেতে আমাদের সোশ্যাল মিডিয়ায় অনুসরণ করুন এবং ইমেইলের মাধ্যমে নিউজ লেটার পেতে সাবস্ক্রাইব করুন। আপনাদের মতামত পাঠিয়ে আমাদের সহায়তা করুন, আপনাদের পছন্দ এবং অপছন্দ সরাসরি জানিয়ে দিন [email protected]