প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা দিতে গিয়ে এক পরিবারের ৩ জন আটক
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অসদুপায় অবলম্বনের চেষ্টাকালে পরীক্ষার্থীসহ একই পরিবারের ৩ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২১ জুন) সকালে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মো. হামিদুল হক।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। তবে তাৎক্ষণিকভাবে আটকদের নাম পরিচয় জানা যায়নি।
এছাড়াও পরীক্ষাকেন্দ্র সংলগ্ন এলাকায় গতিবিধি সন্দেহজনক হওয়ায় আরও কয়েকজনকে আটক করেছে পুলিশ। প্রশ্নপত্র ফাঁস এবং অসদুপায় অবলম্বন ঠেকাতে জেলা প্রশাসন, পুলিশ ও গোয়েন্দা বিভাগের সদস্যরা যথেষ্ট তৎপর বলে জানিয়েছেন জেলা প্রশাসক।
অন্যান্য আপডেট পেতে আমাদের সোশ্যাল মিডিয়ায় অনুসরণ করুন এবং ইমেইলের মাধ্যমে নিউজ লেটার পেতে সাবস্ক্রাইব করুন। আপনাদের মতামত পাঠিয়ে আমাদের সহায়তা করুন, আপনাদের পছন্দ এবং অপছন্দ সরাসরি জানিয়ে দিন [email protected]