লাইসেন্স প্রদানে থাকবে বাধ্যবাধকতা, যোগ হবে ডোপ ও চোখ পরীক্ষা
বাংলাদেশে ড্রাইভারদের লাইসেন্স প্রদানের ক্ষেত্রে বেশকিছু বাধ্যবাধকতা বেধে দিয়েছেন হাইকোর্ট। এ সময় দেশের গাড়ি চালকদের ড্রাইভিং লাইসেন্স দেয়ার ক্ষেত্রে চোখ এবং ডোপ (মাদক গ্রহণ করার) পরীক্ষা করাসহ বেশকিছু নির্দেশনা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২০ জুন) তিতুমীর কলেজের শিক্ষার্থী রাজিব দুই বাসের রেষারেষিতে হাত হারানোর পর মারা যাওয়ার ঘটনায় করা ক্ষতিপূরণের রুলের রায় ঘোষণার সময় এসব নির্দেশনা দেন হাইকোর্ট।
এ সময় চোখ ও ডোপ টেস্টের পাশাপাশি স্কুল, কলেজ, মাদরাসা ও ইউনির্ভাসিটিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও সংরক্ষিত আবাসিক এলাকায় ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স ব্যতীত গাড়ির হর্ন না বাজানোর বিষয়েও নির্দেশ প্রদাণ করেন হাইকোর্ট। এছাড়াও নির্দেশনায় যত্র-তত্র গাড়ি থামামিয়ে যাত্রী ওঠানো বা নামানো হচ্ছে কিনা বা বেপরোয়া গতীতে গাড়ি চলছে কিনা তা সিসিটিভির মাধ্যমে পর্যবেক্ষণ করা এবং রাজধানীর সড়কজুড়ে যেসব পরিবহন রয়েছে তা একটি কোম্পানির অধীনে নিয়ে বিভিন্ন রঙে রাঙিয়ে ভিন্ন ভিন্ন রাস্তায় পরিচালনা করার নির্দেশও প্রদান করেন।
বৃহস্পতিবার দুপুরে হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ রাজিবের মৃত্যুতে করা ক্ষতিপূরণের রুলের প্রেক্ষিতে তার পরিবারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার রায় ঘোষণা করার সময় এ সকল নির্দেশনা প্রদাণ করেন।
প্রসঙ্গত, ২০১৮ সালের ৩ এপ্রিল রাজধানীর কারওয়ানবাজারের সার্ক ফোয়ারা এলাকায় বিআরটিসি ও স্বজন পরিবহনের দুই বাসের রেষারেষিতে হাত হারান সরকারি তিতুমীর কলেজের ছাত্র রাজীব। এ ঘটনায় ওই বছরের ৪ এপ্রিল রাজীবের চিকিৎসা ও ক্ষতিপূরণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। কিন্তু ১৩ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ওই বছরের ১৬ এপ্রিল মৃত্যু হয় রাজিবের।