জাকসু র্নিবাচনের দাবিতে ছাত্র অধিকার সংরক্ষন পরিষদের মানববন্ধন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) র্নিবাচনের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ সাধারন ছাত্র অধিকার সংরক্ষন পরিষদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা। বৃহস্পতিবার (২০ জুন) সকাল সাড়ে ১১ টার দিকে কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে যুগ্ম আহ্বায়ক আদিব আরিফের সঞ্চালনায় জাবি শাখার আহ্বায়ক শাকিলউজ্জামান বলেন ‘আমরা আজ এমন এক অবস্থায় দাঁড়িয়ে আছি যেখানে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র ছাত্রীরা একরুমে ৩০-৪০ করে থাকে, অথচ অনেকে বিশ্ববিদ্যালয়ে পড়া শুনা শেষ করার পরেও হল ছাড়ছে না।ক্ষমতাশীনরা চার জনের রুমে দুই জন একজন করে থাকে । ছাত্র ছাত্রীরা বাসে ঝুলে ঝুলে যাতায়াত করে অথচ শিক্ষকদের বাসে সিট খালি থাকে। বিশ্ববিদ্যালয়ে সব ধরনের র্নিবাচন হয় অথচ ছাত্রদের এই অধিকার আধায়ের প্লাটপর্মের কোন র্নিবাচন হয় না। আমরা অনতিবিলম্বে জাকসু র্নিবাচন চাই যাতে শিক্ষার্থীরা তাদের অধিকারের কথা বলতে পারে।”

এছাড়াও জাবি শাখার যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন শিশির বলেন “বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে সমস্ত আন্দোলনের নেতৃত্ব দিয়েছে বাংলাদেশের ছাত্র সমাজ কিন্তু আজকে ছাত্র সমাজকে বিপথেগামী করার জন্য একটি চক্র তাদের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করছে, তার একটি ধারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যারয়ে বয়ে যাচ্ছে। মাননীয় ভিসি আপনি আপনার ভিসি পদ নেওয়ার সময় বলেছিলেন সবার সাথে কথা বলে তিন বছরের মাথায় জাকসু র্নিবাচন দিবেন কিন্তু আমরা তার কিছুই দেখেনি। আমরা অনতিবিলম্বে এই জাকসু র্নিবাচন চাই।”

মানবন্ধনে আরোও উপস্থিত সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের প্রধান সমন্বয়ক আবু সাঈদ, যুগ্ম আহবায়ক আসিফুল মাহবুব নয়ন, খায়রুল, আজাদ, রেজাউল আমিন প্রমুখ। প্রসঙ্গত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) র্নিবাচন প্রায় ২৬ বছর থেকে বন্ধ রয়েছে।

শাকিল ইসলাম, জাবি প্রতিনিধি