দিনাজপুরে সড়ক দূর্ঘটনায় এক শিশু নিহত, আহত বাবা ও মা

দিনাজপুরের বীরগঞ্জে সড়ক দূর্ঘটনায় মটরসাইকেল আরোহী লাবিব (২) নামের এক শিশু নিহত হয় এবং আহত হয়েছেন বাবা ও মা।

আজ দুপুর ১টায় পঞ্চগড় দেবীগঞ্জ শশুর বাড়ী থেকে মটরসাইকেলে করে সোহল রানা তার স্ত্রী লাভলী আকতার ও শিশু লাবিব কে নিয়ে নিজ বাড়ী বোচাগঞ্জ উপজেলার দৌলতপুর গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে বীরগঞ্জ উপজেলার মহুগা বাজার নামক স্থানে ধানের খড় বিছানো রাস্তায় মটরসাইকেল ব্রেক করলে নিয়ন্ত্রন হারিয়ে পড়ে গিয়ে গুরুতর আহত হয়।

এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে মা লাভলী ও শিশু সন্তান লাবিবের অবস্থা গুরুতর হলে তাদের উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বিকাল ৩টার সময় শিশুটির মৃত্যু হয়।

মা লাভলী আকতার গুরুতর অবস্থায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হয়েছেন। বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সমরেস দাস ঘটনাটি নিশ্চিত করেন।

ফখরুল হাসান পলাশ, দিনাজপুর প্রতিনিধি