বিশ্বকাপে ভারতীয় টিম নামতেই পোশাক খুলেছেন পুনম!
নগ্নতা, যৌনতা, এই শব্দগুলো মডেল পুনম পান্ডের ক্ষেত্রে বহু পুরোনো। নিজেকে কীভাবে লাইমলাইটের কেন্দ্রে থাকতে হয় পুনম পান্ডে তা ভালো করেই জানেন! কোনও না কোনও ‘কাণ্ড’ ঘটিয়ে তিনি ঠিক খবরে চলে আসেন! সোশাল মিডিয়াতেও ভীষণভাবে অ্যাক্টিভ! তার প্রতি মুহূর্তের আপডেট রেখে চলেছে অগুন্তি ফ্যান! এবার বিশ্বকাপে ভারতীয় টিম নামতেই পোশাক নতুন করে আলোচনার জন্মদিয়েছেন পুনম!
এর আগে গত বছর ১১ জানুয়ারি বৃহস্পতিবার প্রাক্তন ভারতীয় দলের অধিনায়ক রাহুল দ্রাবিড়কে জন্মদিনের শুভেচ্ছা জানাতে পুনম যে কাণ্ডটা ঘটিয়েছেন তা বোধহয় স্বপ্নেও কল্পনা করতে পারেননি রাহুল দ্রাবিড় নিজেও।
তবে এখানেই শেষ নয়। রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা জানানো ছাড়াও পুনম পান্ডে তাঁর ইনস্টাগ্রামে আরও বেশকিছু ছবি পোস্ট করেছেন, যা এখন সোশ্যাল মিডিয়ার চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
তবে অবশ্য পুনমের কথা যদি ধরতে হয়, তাহলে বলতে হয় তিনি ‘নগ্ন’ নন ‘ভালোবাসার পোশাক’ পরে রয়েছেন। হ্যাঁ, গত বুধবার কিছুটা আবছা একটি নগ্ন ছবি পোস্ট করে এমন দাবিই করেছেন পুনম।