রাজধানীর বাংলামোটরে আবাসিক ভবনে অগ্নিকাণ্ড
রাজধানীর বাংলামোটরে একটি আবাসিক ভবনে রোববার বেলা সাড়ে ১২টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।
কেন্দ্রীয় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, বাংলামোটরে সময় টিভির পাশে একটি ভবনের ৫ তলায় আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে তিনি জানাতে পারেননি।
বেলা ১টার দিকে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনেছে। এখন কুলিংয়ের কাজ চলছে। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ করবে বলে জানান লিমা খানম।
অন্যান্য আপডেট পেতে আমাদের সোশ্যাল মিডিয়ায় অনুসরণ করুন এবং ইমেইলের মাধ্যমে নিউজ লেটার পেতে সাবস্ক্রাইব করুন। আপনাদের মতামত পাঠিয়ে আমাদের সহায়তা করুন, আপনাদের পছন্দ এবং অপছন্দ সরাসরি জানিয়ে দিন [email protected]