বোমা ভেবে ঘিরে রাখা ব্রিফকেসে পাওয়া গেল তিনটি লিপস্টিক!
সকাল থেকেই আতঙ্ক রাজধানীর বিজয় সরণি সড়কে। সড়কের পাশে একটি ভবন ভাঙার কাজ করছিলেন শ্রমিকরা। সকাল সাড়ে ১০টায় তারা দেখতে পান একটি হালকা সবুজ রংয়ের ব্রিফকেস।
এরপর খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে পুরো সড়কটি কর্ডন করে ফেলে। পুলিশের বিশেষায়িত বোম ডিসপোজাল ইউনিটকে ডাকা হয়। ব্রিফকেসটি ঘণ্টাখানেক পরীক্ষা-নীরিক্ষা করে দুপুর সাড়ে ১২টায় কঠোর নিরাপত্তার মধ্যে এটিকে খোলার প্রক্রিয়া শুরু হয়।
ব্রিফকেস খুলে প্রথমেই পাওয়া যায় তিনটি লিপস্টিক। পাওয়া যায় মেয়েদের ব্যবহারের কসমেটিকস।
পুলিশের তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, এটি একটি সাধারণ ব্রিফকেস ছিল। ভেতরে কসমেটিকস পাওয়া গেছে। কে বা কারা এটি ফেলে গেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।