ফরিদপুরে পূর্বশত্রুতার জেরে বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ

ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্বশত্রুতার জের ধরে বাড়ি ঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (৮ জুন) সকালে উপজেলার সদর ইউনিয়নের বারইপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

এলাকাবাসি ও পুলিশ জানায় , গ্রাম্য দলাদলিকে কেন্দ্র করে একই গ্রামের ইকরাম মিয়ার নেতৃত্বে প্রায় অর্ধ শতাধিক লোক দেশীয় অস্ত্র রামদা,লাঠিসোঁটা নিয়ে হঠাৎ স্থানীয় উজ্জ্বল শেখের বাড়ীতে হামলা চালায়।হামলায় উজ্জ্বল শেখের টিনের ঘরের বেড়া এলোপাতাড়ি ভাবে কুপিয়ে ঘরে প্রবেশ করে স্টিলের বাক্সের তালা ভেঙ্গে লুটপাটের ঘটনা ঘটায়।

এ ব্যাপারে উজ্জ্বলের মাতা সুফিয়া বেগম আলফাডাঙ্গা থানায় অভিযুক্তদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন বলে থানা সূত্রে জানা যায়।

এবিষয়ে অভিযুক্ত ইকরাম মিয়া সাংবাদিকদের জানান, উজ্জ্বল আমাদের দলের লোকের ওপর হামলা চালাবে বলে খবর পেয়ে কিছু লোক বিষয়টি জানার জন্য তার বাড়ীতে যায়।এসময় তাকে বাড়ীতে না পেয়ে তার মায়ের সাথে কথা বলতে গেলে তার মা গালাগালি শুরু করে।এতে ক্ষিপ্ত হয়ে আমাদের কিছু লোকজন তার বাড়ীতে হামলা চালায়।

আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। মামলার প্রস্তুতি চলছে।

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি