পেটের যন্ত্রণা সহ্য করতে না পেরে বিষপানে আত্মহত্যা

ঝিনাইদহের মহেশপুরে বিষপানে আত্মহত্যা করেছেন আলী হোসেন মন্ডল (৫৫) নামে এক ব্যক্তি। পেটের যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন বলে পুলিশ ও পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

নিহত আলী হোসেনের বাড়ি উপজেলার কৃষ্ণপুর বদ্দিপাড়ায়। তিনি ওই গ্রামের মিয়ারাজ মন্ডলের ছেলে। রোববার সকালে পুলিশ গ্রামের একটি মরিচক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ মর্গে পাঠায়।

মহেশপুর থানা পুলিশের ওসি রাশেদুল আলম জানান, সকালে সংবাদ পেয়ে মাঠের একটি মরিচক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আলী হোসেন দীর্ঘদিন ধরে পেটের পিড়ায় ভুগছিলেন। অনেক চিকিৎসা করিয়েও কোনো কাজ না হওয়ায় শনিবার রাতে তিনি আত্মহত্যা করেন।