ঝিনাইদহে দূঘটনা রোধে অবৈধ যানবাহন নছিমন ও ইজিবাইক জব্দ
ঝিনাইদহ মহাসড়কে নছিমন, করিমন, ইজিবাইক গাড়ী চলাচল করায় প্রায় অর্ধশত যানবাহন জব্দ করেছে জেলা ট্রাফিক পুলিশ।
বিশেষ করে শহরের চুয়াডাঙ্গা বাসষ্ট্যান্ড, হামদহ, আরাপপুর, পায়রা চত্তর, মডার্ন মোড়, বাস টার্মিনাল, চাকলাপাড়া, হাটের রাস্তার মধ্যে থেকে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত যশোর-খুলনা মহাসড়কে নছিমন, করিমন, ইজিবাইক চলাচল করায় ও সড়ক দূঘটনা রোধে এক যোগে অর্ধশত অবৈধ যানবাহন নছিমন, করিমন, ইজিবাইক আটক করা হয়।
এ ব্যাপারে ঝিনাইদহ পুলিশ সুপার জনাব মোঃ হাসানুজ্জামান বলেন, উচ্চ আদালতের নিদের্শে মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচল বন্ধ করার জন্য অভিযান অব্যাহত থাকবে। কোন ভাবেই মহা সড়কে অবৈধ যানবাহন চলাচল করতে দেওয়া হবে না। এর আগে ও একাধিকবার প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে কিন্তু আইনের প্রতি শ্রদ্ধা না রেখে তারা গাড়ি চালাতে শুরু করে মহাসড়কে।
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি