ঝালকাঠিতে বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের মধ্যে ঈদের নতুন পোশাক বিতরণ

ঝালকাঠিতে বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের মধ্যে ঈদের নতুন পোশাক বিতরণ করেন জেলা প্রশাসক। ঝালকাঠি জেলা প্রশাসক মোঃ হামিদুল হক শনিবার সকাল ১০টায় বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে ঈদবস্ত্র শিশুদের হাতে তুলে দেন।

স্থানীয় সেচ্ছাসেবী সংগঠন দূরন্ত ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে। সংগঠনের সদস্যরা চাঁদা তুলে শিশুদের জন্য ঈদের নতুন পোশাক কিনে বিতরণ করে।

অনুষ্ঠানে সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনোয়ার হোসেন খান ও দূরন্ত ফাউন্ডেশনের সভাপতি তাসীন মৃধা অনিক উপস্থিত ছিলেন।

অন্যান্য আপডেট পেতে আমাদের সোশ্যাল মিডিয়ায় অনুসরণ করুন এবং ইমেইলের মাধ্যমে নিউজ লেটার পেতে সাবস্ক্রাইব করুন। আপনাদের মতামত পাঠিয়ে আমাদের সহায়তা করুন, আপনাদের পছন্দ এবং অপছন্দ সরাসরি জানিয়ে দিন [email protected]

মোঃ আল-আমিন, ঝালকাঠি প্রতিনিধি