কাকে কোন মন্ত্রণালয় দিচ্ছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ভারতের ১৭তম লোকসাভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে দ্বিতীয়বারের প্রধানমন্ত্রী হিসাবে বৃহস্পতিবার সন্ধ্যায় শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি। সেই সঙ্গে তার মন্ত্রীসভার ৫৭ জন সদস্যও শপথ নিয়েছেন। যার মধ্যে ভারতের কেন্দ্রীয় পূর্ণ মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন ২৪ জন মন্ত্রী। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন ৯ জন এবং প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন ২৪ জন। 

আগামী বুধবার শপথ নেওয়া মন্ত্রীদের মধ্যে দফতর বন্টন করা হবে।

তবে কে কোন দফতর পেতে চলেছেন তা ইতিমধ্যেই ঠিক করে ফেলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজই বসছে মোদির মন্ত্রীসভার প্রথম বৈঠক।

সূত্র থেকে জানা যায়, ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রালয় এবারেও পেতে চলেছেন রাজনাথ সিং। অর্থ মন্ত্রনালয়ের দায়িত্ব পেতে চলেছেন অমিত শাহ। প্রতিরক্ষা মন্ত্রানলয়ের দায়িত্ব পেতে চলেছেন নির্মলা সীতারমন। পররাষ্ট্র মন্ত্রনালয়ের দায়িত্বে থাকছেন এস জয়শঙ্কর। নারী ও শিশুকল্যান মন্ত্রণালয়ের দায়িত্ব যাচ্ছে স্মৃতি ইরানির কাছে। গ্রাহক বিষয়ক মন্ত্রানলয় পেতে চলেছেন রাম বলাস পাসোয়ান। স্বাস্থ্য মন্ত্রনালয় পেতে চলেছেন রমেশ পকরিওয়াল, আইন মন্ত্রনালয় পেতে চলেছেন রবিশঙ্কর প্রসাদ, সংসদ বিষয়ক এবং পঞ্চায়েত বিষয়ক মন্ত্রনালয় পেতে চলেছেন নরেন্দ্র সিং তোমার, পরিসংখ্যান ও প্রকল্প রূপায়ন মন্ত্রনালয় পেতে চলেছেন ভি সদানন্দ গৌড়া, এমএমএমই পেতে চলেছেন অর্জুন মুন্ডা এবং সামাজিক ন্যায় মন্ত্রনালয় পেতে চলেছেন থর চন্দ্র গেহলেট।